ক্যাফে কাব্যে ক্ষমা রায় ভট্টাচার্য্য

নিয়তি
বৃষ্টি তো হয়েছিল সেদিনও
ছেঁড়া ছেঁড়া মেঘ ছিল আকাশে
যদিও সে এসেছিল অকালে
বারুদের গন্ধ ছিল বাতাসে ।
সন্ধেটা নেমেছিল হঠাৎই
সাঁজবাতি জ্বলেছিল আঁধারে
ঘনঘোর অমানিশা আকাশে
গ্রহতারা একাকার মিলেমিশে ।
সাজিভরে নানা ফুলে পুজো দিলে
ভগবান হয় বুঝি তুষ্ট ।
কোনোদিন কেউ কি বুঝেছে
গাছেদের হয় কত কষ্ট !!
বৃষ্টিটা এসেছিল আচমকা
সবটাই ভিজেছিল যথাযথ
ধিকিধিকি জ্বলছিল অঙ্গার
ছাই হলো শেষমেষ কথামতো ।