সাপ্তাহিক ধারাবাহিকে কুণাল রায় (পর্ব – ৩৩)

শ্রীমদ্ভগবদ্গীতা :
চতুর্দশ অধ্যায় : গুণত্রয় বিভাগ যোগ: অন্তিম পর্ব :
ভগবান অর্জুনকে বললেন সাত্তিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল অজ্ঞানতা। সত্তগুণ থেকে জ্ঞানের প্রকাশ, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে মোহ ও প্রমোদ উৎপন্ন হয়। তিনি আরো বললেন যে সত্তগুণ সম্পন্ন মানুষ ঊর্ধলোকে বিচরণ করেন। রজগুণ সম্পন্ন মানুষ মধ্যে লোকে বিচরণ করেন এবং পরিশেষে তমগুণ সম্পন্ন মানুষ নরকে অবস্থান করেন ও চিরদুঃখের অধিকারী হন। জীব যখন দর্শন করে উপলব্ধি করেন যে পরমেশ্বর এই সকল গুণ বৃত্তান্তের অতীত, তখন তিনি ভগবানের পরা শক্তি লাভ করেন। এবং এই জীবকুল তাঁর সকল পার্থিব গ্লানি, যন্ত্রণা ও দুঃখ থেকে মুক্তি লাভ করে, অমৃতের অধিকারী হন।