কবিতায় কুণাল রায়

ভালোবাসা
দুপুর গড়িয়ে,
বিকেল আসে,
সন্ধ্যা সাঁঝে,
তোমায় বাসি,
ভালোবাসা না-
অন্যকিছু,
বুঝতে বড় ভুল হয়ে আজ!
মেঘলা,
বৃষ্টির দিনে,
মুখ ভার আকাশের,
মনে পড়ত তোমার মুখ,
নরম আলোয়ে,
সুখী হত এই মন!
দিন ফুরিয়েছে,
অসুখ পেয়েছি তোমার থেকে,
ভালোই বেসেছিলাম আমি,
সেই লাল রঙের খামটা,
সযত্নে রাখা আছে আজও,
ঘরের কোণে নয়,
টিভির পাশে নয়,
মনের ফাঁকেও নয়,
ফোনের ওয়াল পেপারে !!