পদ্মশ্রী নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধার্ঘে কুণাল রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পদ্মশ্রী নারায়ণ
তিলোত্তমা নগরীর,
এক গর্ব তুমি,
নাম তোমার নারায়ণ,
কল্পনার ভিন্ন স্বাদে,
সাড়া ফেললে-
মোদের প্রাতে!
সৃষ্টি করলে,
এক নবীন যুগ:
রয়েছে যেখানে,
হাঁদা ভোদা,
বাটুলরা সব।
পেয়ে হাতে তাঁদের কীর্তি,
ছোটদের মন হাসি ভর্তি!
বড়রাও কিছু যায় না কম,
রয়েছে যেখানে কমিক্স,
আর নানা হিস্টরি!
বয়স তোমার সাতানব্বই আজ-
তবুও সতেজ তোমার প্রাণ,
জন্ম নিচ্ছে একের পর এক,
ভিন্ন স্বাদের সৃষ্টি!
পেলে নানা উপাধি,
এরই মাঝে পদ্মশ্রী –
শ্রেষ্ঠ যেখানে আজ।
গর্বিত আজ ভারতবাসী,
গর্বিত আজ বাঙালী,
অনন্য আলোতে উদ্ভাসিত হোক,
আজ তোমার কায়া।
বিশ্বমাঝে বরেণ্য তুমি,
তোমারই সুবাস,
প্রাণবন্ত আজ ধরার মাঝে!
তোমারই ছায়ায়ে,
নিয়েছি আশ্রয়,
তোমারই পথে,
চলেছি পথ,
তোমারই সান্নিধ্যে,
পেয়েছি শান্তি,
তোমারই স্পর্শে,
ধন্য হোক মহাপ্রাণ,
হবে তাহলে –
এক প্রাপ্তি,
এক পূরণ!!