কবিতায় কুণাল রায়

‘পারলে দু ফোঁটা চোখের জল ফেল…’
সুরঞ্জনা,
ভালো আছো জানি,
আমি ভালো নেই জানো,
ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমারই কথা!
সেই কোন এক বসন্তে দেখা হয়েছিল,
তবে সামনের কৃষ্ণচূড়ার সবকটা ফুল,
ঝরে গেছে আজ!
বিস্তৃত সবুজ ঘেরা মাঠের মাঝে,
আমি বিবর্ণ পলাশ!
কেটে গেছে বছর,
বদলেছে সময়,
বয়স বেড়েছে দু জনের,
বুঝি আজ!
সুরঞ্জনা!
শরীর ভালো নেই আমার,
সামনেই ভর্তি,
প্রচার অস্ত্র!
কি হবে?
জানি না।
বাঁচব না ফিরে আসব,
এই সুন্দর পৃথিবী দেখতে আবার!
সময় পেলে নিও খবর,
মোবাইল বা ল্যান্ডে,
আর যদি পাও,
অন্য কিছু,
ফেল দু ফোঁটা চোখের জল!
বসন্ত আজও দ্বারে,
লেগেছে আগুন –
দিগন্তের ওপারে,
শুধু নেই –
তুমি আমি আজ !
আকাশ মেশে মাটির সাথে,
তবু –
মেশেনি আমাদের মন ও ছায়া,
জানিয়ে সম্মান ,
স্মৃতিমাখা দুপুরকে,
ফেল ফোঁটা দুয়েক চোখের জল,
জানলে –
বিদায় নিয়েছি পৃথিবী থেকে!!