T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় কুণাল রায়

এল বসন্ত শীতের মাঝে
মন আজ বড়ই উদাস,
হয়েনি আগে কখনো,
আছে এক শীতের আমেজ,
যাকে বলি আমি শীত বসন্ত!
তবু ফাগুনের আশায় বসে আছি আমি,
মৃদু মন্দ বাতাস ,
করে যায় উদাস এই মন,
কোকিলের গান বলে যায় বিরহের কথা,
বলে বারবার,
তুমি একা।
পাবে না কখনো কারো দেখা,
বলি আসব না আর ফিরে,
তবু ফিরে আসি আজও!
উদাস মনে ভালো লাগে না কিছু আর,
কল্পনাকে সাথী করি,
ঘুরে বেড়াতে চাই নীল আকাশে,
পেতে চাই নির্মল বাতাস,
তুলির টানে আঁকি তার ছবি!
দেখেনি তাকে বহুদিন,
এঁকেছি ছবি তবু হুবহু,
সবই কল্পনা,
বুঝি আজ সর্বক্ষণ!
যাক ভালো হল তবে,
বসন্ত এল শীতের মাঝে,
মরশুমি বার্তা!
থাকব উদাস একটু বেশী,
কল্পনায় আঁকব তার ছবি দিন রাত,
রাতের শেষে,
ফুটবে ভোরের আলো,
খুঁজব তার ছায়া শিশির বিন্দু মাঝে!
না পেয়েও সব গেছে আজ খোয়া,
তবু দু চোখে প্রতিদিন তার মায়া,
বসন্ত এসেছে শীতে তাই,
কি করব আজ,
তোমরাই বল ভাই!!