|| জন্মাষ্টমী তিথি || উপলক্ষে লিখেছেন কুণাল রায়

‘পরমেশ্বর’
জন্ম নিলে দেবকীর ঘরে,
মা বলে ডাকলে যশোদাকে,
সেই তুমি গোপাল
ভূমিষ্ট হলে এই শুভ তিথিতে!
ধীরে ধীরে হলে বড়,
গোকুলের হলে গোবর্ধন,
দমন করলে কালিয়াকে,
ফিরিয়ে দিলে শান্তি ও মনোরম!
লীলায় মগ্ন হলে
শ্রী রাধিকার সাথে।
রচিত হল প্রেম কাহিনী,
যুগ যুগ ধরে অমর সেই গাঁথা,
ঘরে ঘরে কেবল তোমারই বাণী।
আপন সখা অর্জুনকে
প্রদান করলে গীতার অমূল্য কথা,
কুরুক্ষেত্রের মহাপ্রাঙ্গণে,
অধর্মের গ্লানি মুছিয়ে
প্রতিষ্ঠিত হল এক অনন্য গাঁথা।
আজ সেই মাহেন্দ্রক্ষণ,
বাজছে শঙ্খ,
কাসর, ঘন্টা ও
উলুধ্বনি।
এস হে প্রভু,
এস হে পরমেশ্বর,
ঘুচে যাক সকল আঁধার,
মুছে যাক সকল যন্ত্রণা,
বর্ষিত হোক অমৃতধারা
সদা,
সর্বক্ষণ!!