|| Happy Father’s Day || তে কুণাল রায়

১৯শে জুন
হারিয়েছি তাঁকে এক দশক আগে,
তবু স্মৃতি আজও অমলিন,
ফেলে আসা সেই দিনগুলো,
মনে পড়ে যায়।
কুঁড়ে কুঁড়ে খায়
প্রতিনিয়ত
ভেবে না পাই
কি করব তাই?
বিষাদের সুর
আজও বাজে কণ্ঠে,
বাজে সময়ের আঙিনায়।
ভাবিনি চলে যাবে তুমি –
ছেড়ে আমাকে এই রূপে,
চিরকালের মত!
অমৃতলোকে,
অমৃতবাসিনী হয়ে,
রয়ে যাবে সেই স্থানে
চিরতরে।
আজ এই দিবসে,
স্মৃতিতে ফিরে আস তুমি
এক বার নয়,
বারবার,
প্রতিবার!
উল্লাসের বাতাবরণ চারিদিকে,
নেই আনন্দ এই মনে,
আছে শুধু একরাশ যন্ত্রণা,
এক মুঠো বালিকণা
পড়ে আছে সৈকতে,
অবহেলিত,
অনাদরে সমৃদ্ধ।
প্রার্থনা তাই একটাই :
ফিরে আস আমার কাছে,
ডাকতে পারি বাবা বলে,
যেমন ডাকতাম –
এক দশক আগে!!