কবিতায় কুণাল রায়

কালবৈশাখী ঝড়
এল কালবৈশাখী ঝড়,
বৈশাখ না আসতেই,
নষ্ট হল পাখির নীড়,
ধ্বংস হল বাড়ি সব!
কালো মেঘে আবৃত আকাশ,
চমকায় বিদ্যুৎ,
দমকা হাওয়া,
খুলে দেয় দরজা,
এসে পড়ে সকলের ওপরে!
মাঠে হাজার বছরের পুরনো বটবৃক্ষ,
দেবতা জ্ঞানে পূজিত যে,
পথিক বিশ্রাম করত ছায়ায়ে,
শেষ করে দিল ইতিহাস,
উপড়ে দিল মূল শিকড়,
হিংসুটে ওই ঝড়!
সবুজ দিনের মাঠ,
শিলায় ভরপুর আজ,
কাঁদছে কৃষক,
ডোবে নৌকা,
পবনের তান্ডব,
কখনো বৃষ্টি, কখনো রোদ,
শিমুল গাছে নেই পত্র।
এমন চৈত্র না চাই এই সন্ধ্যায়,
এর থেকে বৈশাখ অনেক ভালো ভাই,
এমন ঝড় যেন না থাকে-
নতুন বৈশাখে,
থাকে শুধু নতুন পোশাক,
নতুন আশা,
নতুন ভরসা!!