T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় কুণাল রায়

বিদায় চৈত্র,
এল বৈশাখ
দ্বারে আজ।
নিয়ে নতুন আশা,
নতুন আলো ও ভরসা।

উন্মোচিত নব দিগন্ত,
স্পর্শ করতে চাই এই হৃদয়,
তাই এলাম অলিন্দে,
এক পেয়ালা কফি –
ঠোঁট করল স্পর্শ,
জন্ম নিল এক আমেজ,
এক ভিন্ন আনন্দের মন্দির!

নতুন সূর্য উদিত,
নব তাপ ও আলোয়ে
উদ্ভাসিত এই ধরণী।
দিকে দিকে ভক্তকুলের –
উপস্থিতি,
পবিত্র পরিবেশ,
উপাসনা,
ধুপ, ধুনো ও প্রদীপ!
এক প্রার্থনা:
মুছে যাক সকল গ্লানি,
সকল বঞ্চনা,
সকল অশ্রুসিক্ত সন্ধ্যা!!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।