বাড়িতে নব বর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছে সুনীলের বাবা। সেই আনন্দে সুনীল তাঁর সব বন্ধুদের নিমন্ত্রণ দিতে বেরিয়েছে। একরত্তি ছেলে এত খুশি হয় যখন সে প্রত্যেক বন্ধুদেরকে বলে,” এই আমাদের বাড়িতে পুজো আছে। আমাদের বাড়িতে তোদের নিমন্ত্রণ রইল।” তখন সে নিজেকে একজন অভিভাবক বলে মনে করে। সঙ্গে বাবা যায়। ছেলের মাথায় যে এত বুদ্ধি আছে তা সুদামের জানা ছিল না। আর ছেলের এত বন্ধু আছে তাও জানা ছিল না তাঁর। আসলে সুনীলের মা’ই যে সব কিছু করে। তাঁকে সকাল থেকে রাত্রি সবটা সময় ফুরিয়ে ফেলতে হয় ছেলের পেছনে। তাই মা’ই জানতে পারবে ছেলের বন্ধুর সংখ্যা কত।
সুনীল সবে ক্লাস থ্রিতে পড়ে। তাতেই সে বাবার হাত ধরে নিমন্ত্রণ দিতে বেরিয়েছে।
কিছুক্ষণ পর সুনীল বাবার হাত ছেড়ে এক দৌড়ে দূরে বসে থাকা একটা কুকুরের দলের কাছে গেল। বাবা ভয় পেয়ে গেল। ছেলের আবার কী হল। বাবা ডাকতে লাগল, “কী করছিস, এদিকে আয়। কামড়াবে যে!” ছেলে মাথা ঘুরিয়ে বলল,” না, না কামড়াবে কেন? ওঁদের তো আমি নিমন্ত্রণ দিতে এসেছি।’ বলে ” এই কালু, ভোলা, মতি, আমাদের বাড়িতে কাল যাবি তোদের নববর্ষের নিমন্ত্রণ রইল। আসিস কিন্তু।” বাবা অবাক হয়ে রইলেন।