কোন এক বৈশাখে যেদিন পদার্পন করলে,
এই মায়াধরণীর মাঝে,
ধ্বনিত হয়েছিল মঙ্গল শঙ্খ,
আকাশে বাতাসে কল্পনার দেবী মেলেছিল,
তাঁর দুই ডানা!
সেদিন অধরাই ছিল তোমার বিরল পরিচিতি,
তোমার প্রতিভা কুণ্ডের অগ্নিশিখা!
বইতে লাগল সময়,
মাত্র নয় বছর বয়সে,
অনুবাদ করলে ম্যাকবেথ!
যুগের রূপান্তর ঘটল,
আর তুমি হয়ে উঠলে যুগনায়ক!
বাস্তব ও কল্পনার এক অনন্য মিশ্রণ,
তোমার সৃষ্টিতে!
মন্ত্রমুগ্ধ এই বিশ্ববাসী সেই ক্ষণে!
রবীন্দ্রনাথ থেকে হয়ে উঠলে তুমি গুরুদেব:
এক উত্তরণ,
এক আশীর্বাদ!
শিক্ষাকে প্রসারিত করলে প্রকৃতির কোলে,
সূচিত হল এক নব অধ্যায়,
ধীরে ধীরে তোমার এই পার্থিব অস্তিত্ব-
এক সমাপ্তির পথে অগ্রসর হতে থাকল!
সীমাহীন গগনের নক্ষত্র রূপে পূজিত হও তুমি,
দেবদূতের দ্বারা!
অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাই আমরা!
কিন্তু অমৃতসম উপস্থিতি তোমার,
তুমি যে অমৃতের সন্তান!
রবি কিরণে আজও তাই প্লাবিত,
এই হৃদয়,
এই মনন,
এই চেতনা!!