কবিতায় কুণাল রায়

রামধনু
আকাশে জমেছে মেঘ,
বইছে বাতাস,
অঝোরে নামল বৃষ্টি,
কায়া ভিজিয়ে,
তৃপ্ত হল এই মন প্রাণ!
মুহূর্ত হল অতিবাহিত,
থামল বৃষ্টি
পরিষ্কার হল আকাশ,
দেখা দিল রামধনু!
সাত রঙের সমারহ,
তবে ক্ষণস্থায়ী!
দেখা দিল সূর্য,
বিদায় নিল রংধনু।
জীবনের সুখ রংধনুর সম,
এই আছে,
এই নেই,
তবুও প্রয়াস অব্যাহত।
চাই তাকে বারংবার,
এক প্রহসন –
জানি না সবই,
অভিপ্রায় তাঁর!
তবু প্রাণ,
চায় দেখতে তাকে,
উপলব্ধি করতে চায়,
অলীক সেই সুখ,
মহিমা –
না মায়া,
বুঝতে অক্ষম –
এই মৃত্যুকায়া!!