হৈচৈ ছড়ায় কুণাল রায়

হাসতে নেই মানা
যদি পায় হাসি,
হাসতে পারো,
নেই কোন মানা,
কিন্তু রাখবে শুধু লক্ষ্য,
ঢুকতে পারে মাছি!
যদি পায় হাসি,
হাসতে পারো,
নেই যে কোন পাপ,
রেখ খেয়াল শুধু,
দাঁতগুলোতে না থাকে ছাপ!
যদি পায় হাসি,
হতে পারো আহ্লাদী,
সকল কাজে পাল্লাদি,
খেয়ে শুধু কাতুকুতু,
যেন না যায় অন্যের গায়ে থুতু!
যদি পায় হাসি,
হাসতে পারো মন খুলে,
নেই যে কোন বাধা,
রেখ শুধু মনে,
লোকে না বলে তোমায় গাধা!
যদি পায় হাসি,
খিলখিলিয়ে হাস তবে,
কিন্তু দেখ বাপু,
কারো গায়ে না পড় ঢলে!!