আজো তোমায় দেখতে পেলাম, দাঁড়িয়ে ঝুল বারান্দায়।
আমি তখন নীলচে সবুজ টোটোয় বসা হারানদার।
দূরে কোথায় বৃষ্টি হচ্ছে এদিকে মেঘ সেরম নেই ।
নতুন লেখায় রাখছি ঢেকে ভীষন খারাপ সময়কেই।
আজকাল তো আর হয়না কথা, হাতের মুঠোয় বন্দি মন।
ইনস্টাগ্রামের ছবি গুলোই সঙ্গে থাকে সারাক্ষন।
সেসব নিয়েই দিন কেটে যায়,বেকারত্বের এক একটা।
সাথে থাকার স্বপ্ন গুলো ওড়ার আগেই ভোঁ-কাট টা।
লেখার কাছেই গুমড়ে কাঁদি। সব কিছু সে সামলে নেয়।
ভোঁ- কাট টা স্বপ্নগুলোর সুতো আবার আমায় দেয়।
তাই দিয়ে জাল বুনতে থাকে, মন আর আমার কল্পনা।
বেকারত্বের প্রেম তো কোনো সফল প্রেমের গল্প না।