শতাব্দী অতিক্রান্ত আজ,
সেই কবে জন্ম নিয়েছিলে তুমি –
ভারতবর্ষের এই পুণ্য ভূমিতে,
সেইদিন বোধকরি কেউ অনুধাবন করেনি,
তোমার জ্বলন্ত অগ্নিশিখাকে!
দুচোখ ভরা অগ্নিস্রোত,
একরাশ প্রত্যাশা এই হৃদয়-
পরাধীনতার শৃঙ্খল মোচন করে,
কবে পাবে মাতৃভূমি মুক্তির স্বাদ!
ফিরিঙ্গীদের নিপীড়নে,
তাদের মৃত্যু নাচনে,
ভারতবাসী তখন অস্থির,
লাঞ্ছনা,
গঞ্জনায় পূর্ণ এই ভূমি!
আপন অভিলাষ এ,
সেদিনের ক্ষুদিমার রূপান্তরিত হল-
বিপ্লবী ক্ষুদিরামে,
অসুর বলি দিতে উদ্যত হলে তুমি,
নাম তার কিংসফোর্ড!
সখা প্রফুল্লচাকী সহ,
দাঁড়িয়ে ছিলে রাস্তার ধারে:
কিন্তু নিয়তি,
বপন করে ভিন্ন বীজ,
রচনা করে ভিন্ন ইতিহাস!
নিষ্ফল হয়ে তোমার প্রয়াস,
অকালে হারালে সখা প্রফুল্লকে,
সাম্রাজ্যবাদীদের হাতে গ্রেপ্তার হলে তুমি!
ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস,
সময়ে এক অসময়ের ডাক!
মাত্র আঠারো বছর বয়স,
বরণ করলে মৃত্যুকে-
ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে,
বিচলিত তুমি নও সেদিন!
তোমার এই আত্মবলিদান,
বৃথা যায়নি সেদিন!
মাতৃভূমি –
উপভোগ করেছিল স্বাধীনতার সুখ,
সূচিত হয়েছিল এক নবযুগ-
আর তুমি,
সাক্ষ্য বহন করেছ-
সুদূর নীল আকাশ থেকে,
রয়েছ যেখানে ধ্রুবতারা রূপে,
মৃত্যুঞ্জয়ী মহাপ্রাণ রূপে!!