কবিতায় কুণাল রায়

নষ্ট নীড়
সুখে বাসা বেঁধেছিল,
পায়রা দম্পতি,
শীত, গ্রীষ্ম, বর্ষা
এসেছে নির্দ্বিধায়,
তবু প্রেম কমেনি,
ভাটা পড়েনি ভালোবাসায়!
কিন্ত নেমে এল
সেই কালরাত্রি,
বিধাতার অভিপ্রায় –
যা ছিল না সুখকর,
বরং পীড়ার পীঠস্থান!
গ্রহণ লাগল সুখ নীড়ে,
এল অভিশপ্ত বাজ,
ছিনিয়ে নিল সুখ,
সকল আনন্দ,
বেঁচে থাকবার ইচ্ছে!
তীব্র নখের আঁচড়ে
ছিন্ন ভিন্ন হল
স্ত্রী পায়রা।
রক্তস্নাত এই ভূমি,
স্থব্ধ প্রশ্নবান,
স্থব্ধ মুহূর্ত,
স্থব্ধ পরমেশ্বর।
শোকের ছায়ায়ে
আকাশ বাতাস আবৃত!
শোকাহত পুরুষ পায়রা,
বেঁচে নিল মৃত্যু,
শেষ হয়ে গেল –
এক সুখ নীড়।
নেই আজ অভিমান,
নেই আজ অভিযোগ,
নেই আজ চোখের কোণে জল!!