কবিতায় কাকলী পাল

স্পন্দন
শান্ত পাহাড়ী উপত্যকার কোলে,
নিস্তরঙ্গ ঝোড়ার জলে ওঠে ঢেউ,
সর্পিল সাঁকোর রেখায়,
স্মৃতির আঙুল ছুঁয়ে দিই।
ভালোবাসা জমুক জ্যোৎস্নার বুকে,
বনজ অর্কিডের পাতায়,
শহুরে গন্ধ মেখে কোলাহল যাক থেমে।
জ্বরাক্রান্ত উপশমে, ভালোবাসার টানে,
আমার বৈধ স্বপ্নগুলোতে;
তোমার অবাধ আনাগোনা!
হৃদয়ের স্পন্দনে তোমার নাম;
আকাশের থেকে একটুকরো মেঘ ধার নিলাম,
হাওয়ায় ভেসে আসে তোমার চিঠি,
আমার আনলক সুখ!
তার হাসি যেন কমফোর্ট জোনে বৃষ্টির ধারা,
হৃৎস্পন্দনের মতোই তোমায় দরকার!
হৃদয়ে হোক তোমার জরুরী অবতরণ;
বৃথা এ অবসর!
ঘুমের টেবিলে অতিক্রান্ত,
তোমার শূন্যতা মুছে গিয়ে সংখ্যা তৈরী হোক!