প্রবাসী ছন্দে খসরু পারভেজ (বাংলাদেশ)

হে ঘুম
কঙ্কালের নিচে জেগে উঠছে সবুজ পাতারা
ভাঙনের তীর ছুঁয়ে জেগে উঠছে নতুন চর
তবু জাগে না মানুষ, মানুষের ঘুম
ভোর হলে দোর খোলে, মানুষ জাগে না
এমনই এক ঘুমের মন্ত্র ছড়িয়ে দিয়েছে সময়
যখন মানুষেরা ঘুমায় আর ঘুমেরা জেগে থাকে
মানুষের ঘুমকে পাহারা দেয় ঘুমের সশস্ত্র প্রহরী
অথচ পথে প্রান্তরে মিছিলেরা এখনও পথ চেয়ে আছে
জ্বলে ওঠার অপেক্ষা নিয়ে বসে আছে দুরন্ত মশাল
হে ঘুম, তুমি ঘুমাবে কবে!