কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

কাজী নজরুল ইসলাম (১৮৯৯,২৫ মে /১১ জ্যৈষ্ঠ,১৩০৬ – ১৯৭৬,২৯ আগস্ট /১২ ভাদ্র, ১৩৮৩)
বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ চুয়াল্লিশতম প্রয়াণ দিবস। তাঁর গান, তাঁর কবিতা, তাঁর যাপন ও সকল সৃজন বাঙালি মনীষার এক অনন্য উদাহরণ। সমাজের শোষিত, নিপীড়িত,বঞ্চিত মানুষের কথা ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুর তিনি বেঁধে দিয়েছেন আজও সেই সুরের রেশ বর্তমান।
টেকটাচ টক টিমের শ্রদ্ধা।