প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ১৬)

দৈনন্দিন

পার্থ ফোনের দিকে তাকিয়ে বিরবির করে বলে উঠল, প্রাইভেসি বলে কিছু থাকল না আর।
মুরালি জিজ্ঞেস করল, কেন? আবার কি হল তোমার?
পার্থ ফোনটাকে মুরালির দিকে এগিয়ে দিয়ে দেখাল – উমা ফেসবুকে আপডেট দিয়েছে, Lunch is ready, come soon. শঙ্কর তাতে কমেন্ট করেছে, Looks so delicious; on my way.
মুরালি জিজ্ঞেস করল, কি রান্না করেছে?
পার্থ বলল, ডিমের ঝোল, আর কি যেন করেছে।
হু – বলে মুরালি অন্য দিকে মুখ ঘুরিয়ে বসল।
পার্থ জিজ্ঞেস করল, কি হল?
মুরালি বলল, তুমি কোন খবরই রাখ না দেখছি। রতনদের বাড়িতে কোভিড হয়েছে। তাই কয়দিন হোম ডেলিভারি বন্ধ।
পার্থ জিজ্ঞেস করল, তো?
– পুরীর নুলিয়ারা সান-রাইজ বা সান-সেটের ছবি তোলে না। আমরা তুলি আর ফেসবুকে আপডেট দেই। এইটা হল – তো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।