আমার ছােট শ্যালক ও তাঁর বউয়ের অনুরােধে (আসলে পুরকিতে) শুরু হয়েছিল – একশ’ শব্দের মধ্যে লেখা অনুগল্প। ওই যে হয় না? – I tag you for the challenge টাইপ। শ্বশুরবাড়ির চ্যালেঞ্জ। পুরকিটা খেয়ে ফেললাম। এদিকে তাঁরা কিন্তু মস্তি করে বেড়াচ্ছে। আর আমি লিখেই যাচ্ছি। পার্থ। আসেপাশে যা দেখে, তাই নিয়ে প্রশ্ন তােলে মুরলি র কাছে। আবার মুরলি ও কুচুটেপনা করার জন্যে পার্থকেই বলে। দৈনন্দিন ঘটনা। ২০২০ সালের চালচিত্র।
দৈনন্দিন -১
মুরলি বলল, বুঝলে পার্থ, আজকাল একধরনের সংক্রামক রােগ হচ্ছে। এতে সাধারণ যুক্তি-বুদ্ধি লােপ পাচ্ছে। কেউ সারাদিন কান্নাকাটি করছে, তাে কেউ গান গাইছে, আবৃতি করেছে, কেউ একের। পর এক রান্না করছে, কেউ ফেসবুক আপডেট করে চলেছে, কেউ নামি লােকের মৃত্যুতে নিজের প্রচার করছে।
– এর কোন চিকিৎসা নেই?
– এর একমাত্র উপায় হল, ঘুম থেকে উঠে দৌড় করানাে যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে। দৌড় শেষ হলেই উপসর্গগুলাে আবার দেখা দেবে।
– তাঁরা জানেন না সে কথা?
– বিলক্ষণ জানে।
– তাহলে তাঁরা দৌড়াচ্ছেন না কেন?
মুরলি বলল, বাইরে করােনা নামের চিনা দস্যু ঘুরে বেড়াচ্ছে, তাই।