প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ২০)

দৈনন্দিন
মুরালি আর পার্থ দামী এক রেস্টুরেন্টে খেতে বসেছে। ওয়েটার মেনু কার্ডটা দিয়ে জিজ্ঞেস করল, স্যার এমনি জল দেব না মিনেরাল ওয়াটার?
মুরালি উত্তরে বলল, না ভায়া, খনিজ পদার্থ পেটে সহ্য হবে না। বিশুদ্ধ জল দাও।
ওয়েটার বলল, তাহলে বটল্ড ওয়াটার দেই দুটো। এই বলে ওয়েটার চলে গেল জল আনতে।
মুরালি মেনু কার্ড থেকে মুখ তুলল। পার্থকে জিজ্ঞেস করল, কি খাবে কিছু ঠিক করলে?