ভারতে প্রথম জলের তলায় চলবে কোলকাতা মেট্রোরেল

নিঃসঃ/২১/৮/১৯,কোলকাতা –
ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোলকাতা তে হতে চলেছে আরো একটি যুগান্তকারী ঘটনা৷ ভারতে এরকম ঘটনা এই প্রথম৷আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে কোলকাতা তথা ভারতে প্রথম নদীর নীচে বা জলের তলায় মেট্রো রেল৷ কোলকাতা তথা সমস্ত ভারতবাসী আর কিছুদিনের মধ্যেই এই যুগান্তকারী সুবিধা ভোগ করতে চলেছে৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল টুইটারে এই রেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ উনি বলেছেন,”কলকাতার হুগলি নদীর নীচে ভারতে প্রথম ‘জলের নীচে মেট্রো রেল’ পরিষেবা চালু হতে চলেছে৷ এই ট্রেন বেজোড় ইঞ্জিনিয়ারিং কৌশল এবং রেলের ক্ষেত্রে ব্যবহৃত উন্নত প্রযুক্তির এক দৃষ্টান্ত হতে চলেছে৷” শুধু এই নয় তিনি আরও জানান “এতে যে শুধু কলকাতাবাসীর যাত্রা সুবিধার বা আরামদায়ক হবে তা নয়, পুরো ভারত প্রযুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে৷”
সল্টলেক সেক্টর ৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৫ কিলোমিটার যাত্রাপথ যাত্রী সাধারনের জন্য খুব শীঘ্রই চালু হবে৷
কলকাতার এই মেট্রো রেল দীর্ঘ ১৬ কিলোমিটার লম্বা৷ সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ৫ এর মধ্যে করুনাময়ী সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার ও বেঙ্গল কেমিক্যাল স্টেশন পড়বে বলে জানা গেছে৷ এই পুরো প্রোজেক্টটিতে ৮৫৭২০০০০ টাকা খরচ হয়েছে৷ এই প্রোজেক্টটি বানানোর জন্য থাইল্যান্ড ও রুশ দেশের অতি উন্নতমানের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷ জলের স্রোত নিয়ন্ত্রণে রাখার জন্য তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে৷ এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ৮০ কিমি/ঘন্টা বেগে মেট্রো যেতে পারবে৷ এই প্রোজেক্টটি সম্পূর্ণ করার জন্য ভারত জাপান ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশন্যাল কোরপোরেসন (JBIC)এর কাছ থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে৷ কোলকাতাতে এই জলের নীচে মেট্রো চালু হলে, ভারতও লন্ডন, নিউইয়র্ক, স্যান-ফ্রান্সিস্কো, সিঙ্গাপুর, হংকং এর মতো উন্নত প্রযুক্তির ও ‘জলের নীচে রেল’ দেশ এর তালিকায় অন্তর্ভূক্ত হবে৷ এছাড়াও সুড়ঙ্গের নীচ দিয়ে আপৎকালীন নিকাশী ব্যবস্থা করা হয়েছে৷ ৭টি ভেণ্টিলেশন এবং অগ্নি-নির্বাপক সমস্ত ব্যবস্থা সুড়ঙ্গের মধ্যে রয়েছে৷ এই মেট্রোকে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন হিসাবে জানা যাবে৷
এই নদীর নীচে মেট্রো রেল চালু হবার ফলে কোলকাতা তথা ভারত উন্নত প্রযুক্তির সোপানের পথে আরও এক-পা অগ্রসর হবে বলা যায়৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।