আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ কেকা মল্লিক

সেমিকোলন
গালের ঠিক নীচে যেখানে ভাঁজ পরে ঠোঁটের পাশে
ওখানে ছুঁয়ে যায় উত্তুরে হাওয়া
আলতো তবু বিষে!
যদি তুমি হও আমি ছুঁয়ে দিই
আরো বার চারেক
শুধু তুমি নেই, আছে ফাগুনের
হাতছানি হরেক!
আমার ঠোঁটের নীল ছুঁয়ে দেয়
গরাদের মূলত শীতলতা
প্রতিবাদ প্রেম ইতিহাসে অতীত
চুমু খায় লাশে সরবতা।