কবিতায় কাকলী মুখার্জী

পূর্ণতা
রাত গাঢ় হলে একখানা থালার মতো গুরুপূর্ণিমার চাঁদ ওঠে,
আকাশের খুশি তখন পালকের মতো উজ্জ্বল উড়ো মেঘেদের গায়ে,
এমন সময় তারারাও অভিমানী হয়,
রাতের শরীর বেয়ে নিঃশব্দে ঝরতে থাকে ঝুপঝুপ,
চুপকথারা কবিতার মতো করে উপন্যাস লেখায় মাতে,
সে উপন্যাসে প্রেম দীর্ঘায়ত হলে নিশ্চুপ হয়,
পূর্ণতা পায় ওই চাঁদের মতো,
রাত ফিকে হতে হতে আবছা হয়ে টুপ করে মিলিয়ে যায়,
কুসুম রঙের সূর্য ওঠে,
কলি মুখ তুলে চায়…