|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় কেকা মল্লিক

সব ঠিক হলে
ছাতিমে আবার ফিরে এলো ফুল
পদ্ম শালুকে ভরলো ঝিল
নব পত্রিকা স্নান সেরে নিলো ফের
আকাশও সাজলো ঘন নীল।
প্যান্ডেল জুড়ে ঢাকের তালে নাচ
মাইকে বাজছে চটুল গান
বহুদিন পরে চেনা রাস্তার ধারে
সারারাত জুড়ে আলোর স্নান!
কতো যানজট ফুটপাতে বাঁশ
উপচে পরছে বাস রেল
আদরের দাগ দগদগে হয়ে ওঠে
তুমি নেই তাই চুলে তেল।
কতো আঙুলের ফাঁকে সিগারেট
ইশারায় বলে কাছে আসোনা!
আমি একলাই বারান্দায় দুরবীনে
সেই গেলে জ্বরে আর আসলে না।