কবিতায় কথাকলি সোম পারুল by TechTouchTalk Admin · September 7, 2023 দুঃস্বপ্ন মধ্যরাত, অকস্মাৎ কেঁদে ওঠে দ্রৌপদী, বাঁচাও… বাঁচাও… বেদনার কুণ্ডলিত ধোঁয়া ছেয়ে যায় স্বপ্নের আকাশ। চারিদিকে অট্টহাসি ক্ষুধার রাক্ষুসে হাঙর থাবা বসায় দ্রৌপদী চেঁচিয়ে ওঠে– পান্ডব… পান্ডব… পেছনে দাঁড়িয়ে পাঁচটি গাছ, হৃৎপিণ্ডহীন, স্থবির। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love