সাতে পাঁচে কবিতায় কাঞ্চন কুমার দে

সন্ধ‍্যাতারার গান

যে “গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়”
যে গানের কথা ও সুর সারা জীবন ভরায় মন
–সেই গান তোমার , তোমার সুর-মাধুরী
হৃদয়ে ছন্দে নাচে অনুক্ষণ ।
“এ হৃদয় চঞ্চল হল ” হারিয়ে তোমায় প্রিয় ,
যদিও রেখে গেছ সৃজন তোমার , উজ্জ্বল !
প্রতিটি বাঙালি মনে , বাংলার ঘরে ঘরে
চিকচিক করে আঁখিজল ।
“মধুমালতী ডাকে আয়”, দূরান্তে নীলিমায় যেন !
“আজ কৃষ্ণচূড়ার আবীর” রঙ তবু ফিকে
“ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা”
খুঁজে খুঁজে ফিরে আজ প্রিয়জনটিকে ।
“আমি স্বপ্নে তোমায় দেখেছি” ওই আকাশ-লোকে ,
যেথা তারাফুলরাজি ফুটে আছে , তারই ভীড়ে
বীণা-ঝঙ্কার শুনছি তোমার বসে
ওই সুদূরের ‘আকাশ–গঙ্গা’ তীরে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।