ক্যাফে কাব্যে কথাকলি

খেই হারিয়ে
দুঃখ আমার আঁধার রাতে হাতরে বেড়ায় এক লহমা সুখের চাবি।
সুখ বলে আয় ওই দিগন্তে ডাকছে জীবন এক ছুটে চল দেখতে যাবি!
ভালোবাসার জন্য আমি কাঙাল হয়ে বারে বারে হাত পেতেছি।
রইলে তুমি মুখ ফিরিয়ে
ভালোবাসা আমায় কিন্তু ফেরালো না মিছি মিছি।
জীবন কেটে রাত পোহালো
দিগন্তে ওই ভোরের আলো দিচ্ছে উঁকি।
রাঙা আকাশ মিঠে বাতাস
নতুন দিনের চলা শুরু…
মনের কথা এখনো যে অনেক বাকি।
ভীড়ের মাঝে ব্যস্ত শহর ব্যস্ত মানুষ
ব্যস্ত দিবস।
পায়ে পায়ে ছুটছে সূর্য ওই আকাশে।
শহর জুড়ে ব্যস্ত ভীড়ে এখন কারো
নেই অবকাশ।
কেউ কারো নেই মনের পাশে।
টোল খাওয়া ওই গালের প’রে
দুপুর রোদের ভালোবাসা আলগোছে যায় গল্প বলে।
ভুল করে সব স্বপ্নগুলো ভীড় জমিয়ে আকুল হয়ে বেড়ায় ঘুরে মনের ভুলে।
তোমার আমার নিত্য জীবন নিজের মতো
গুছিয়ে নিয়ে ছন্দে চলা।
কথার মাঝে খেই হারিয়ে কথা বলা।
খানিক থেমে আবার চলা।
জখমি মনের জখম দুঃখ বেবাক ভুলে কতোটা পথ এলাম চলে ভাবতে বসে অবাক লাগে।
তবুও মনে দুঃখের ছলে সুখের কাঁটা
বুকে বেঁধে সবার আগে।
ভাবতে সত্যি অবাক লাগে! অবাক লাগে!
আবাক লাগে আরো যখন ভাবতে বসি আকাশপাতাল অহর্নিশি।
নিজের চোখে নিজের দেখা জীবনবোধের
চুপি চুপি হিসেব কষি।
উঁচু নিচু উপত্যকা পেরিয়ে ঢালু অবশেষে এই সমতল।
নিজের মতো করে সবই পাওয়া যে নয় সহজ অতো
মনের কথা কে বোঝে বল!
সহজ ভাষায় মনের কথা কে বোঝে বল!