কবি স্মরণে কৌশিক কুন্ডু
by
·
Published
· Updated
রবিঠাকুর…..তোমাকে…..
গীতাঞ্জলিতে অনেক কবিতা লিখেছো,
বিশ্বজুড়ে কত কুড়িয়েছো সম্মান;
আজকে তোমার দিনযাপনের ক্ষনে,,,
জানতেই হবে আমার অভিমান!
যে ছেলেটা ফুটপাতে থাকে শুয়ে,
মেয়েটা হয় ধর্ষিতা প্রতি রাতে;
তোমার লেখায় কি এসে যায় বলো!
যে যুবকের কাজ নেই দুইহাতে।
সিগন্যালে আজ তোমার গান শুনে,
দিন ভিখারী কাগজ করছে জড়ো;
বলতে পারো মুনাফা জমছে কোথায়?
যার ভুখাপেট….ভাতটা অন্য কারো!
উৎসবে ওড়ে টাকার ফোয়ারা,
শহর কাঁপছে আতসবাজির জ্বরে;
চাষীভাই কেন বেছে নেয় ফাঁসিকাঠ?
প্রদীপ জ্বলেনা কেন ওর কুঁড়েঘরে!
যদি ফিরে আসো জন্মান্তরে এ দেশে,
এক ছুটে আমি তোমার কাছে যাবো;
বলব তোমায় এক নিঃশ্বাসে বারবার,,,
রবিঠাকুর…….’ নতুন কবিতা ভাবো ‘।