থাকতে চাই না আর সেই শহরে
যেখানে মানুষ আছে শহর জুরে
অথচ মনুষত্ব নেই কোনো ঘরে ৷
থাকতে চাই না আর সেই শহরে
মানুষ মরে যেখানে অনাহারে
আর মাটন সুপ খায় কুকুরে ৷
থাকতে চাই না আর সেই শহরে
গরীব মরে যেখানে চিকিৎসাভাবে
আর সামান্য জ্বরে কেউ যায় সিংগাপুরে ৷
থাকতে চাই না আর সেই শহরে
ভালবাসা হারিয়ে গেছে যেখানে
আর মানুষটাকে ছিরে খাচ্ছে শেয়াল শকুনে
থাকতে চাই না আর সেই শহরে
স্মৃতিগুলো কাঁদে যেখানে গুমরে গুমরে
আর স্বপ্ন গুলো বন্দী সিলিং-এ ৷
আমার সিদ্ধান্ত
আজ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ,
আজ থেকে আমি বোবা হয়ে রবো
যতো পারো মা,বোন কে ধর্ষণ করো ,
যতো পারো আমাকে লাঠিপেটা করো
কিচ্ছু বলবো না,আমি বোবা হয়ে গেছি
প্রয়োজনে স্ব-হস্তে চেপে ধরবো কন্ঠনালী ৷
আজ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ,
আজ থেকে আমি অন্ধ হয়ে যাবো
মাতৃভূমিতে বিষ্ঠা ছড়াও যতো পারো ,
প্রয়োজনে পৃথিবীটাকে নর্দমা বানিয়ে ফেলো
যতো পারো তোমরা সেচ্ছাচারীতা করো
কিচ্ছু দেখবেনা আমার অন্ধ চোখ দুটি ৷
আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি,
নিজেকে বদ্ধ উন্মাদে পরিণত করবো
যাতে করে বুঝতে না হয় স্নায়ু যুদ্ধ ,
কিম্বা কে আমি কি আমার ধর্ম
উন্মাদনায় শুধু দিকবিদিক ছুটোছুটি করবো
যতো পারো তোমরা করো হানাহানি ৷
আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি
আমার প্রতিবাদের ভাষা হবে মৌনতা ৷
সেই ভালো হতো
মুর্খ হতাম সেই ভালো হতো
লিখতে হতোনা আর তোমাদের কুকর্মগাথা
বিসর্জিত হতোনা জীবন লিখে সত্য কথা ৷
যদি বোবা হতাম সেই ভালো হতো
রাজপথে মিছিলে আর ধরতে হতোনা স্লোগান
ঝরাতে হতোনা বুকের রক্ত আর এই প্রাণ ৷
যদি অন্ধ হতাম সেই ভালো হতো
দেখতে হতোনা এই ভঙ্গুর সমাজের অবক্ষয়
করতে হতোনা আর মিছে কান্নার অভিনয় ৷
আমি যদি পঙ্গু হতাম সেই ভালো হতো
পায়ে হেঁটে হেঁটে যেতে হতোনা তোমাদের দ্বারে
আমার পেনশনের ফাইল ছাড়িয়ে নেওয়ার জন্যে ৷
আমি যদি পাগল হতাম সেই ভালো হতো
বুঝতে হতো না আর তোমাদের স্নায়ু যুদ্ধ
জড়াতে হতো না আর মিছে বাকযুদ্ধে ৷
আসলে আমি যদি মানুষ না হতাম সেই ভালো হতো ৷