কাব্যানুশীলনে কল্যাণ গঙ্গোপাধ্যায়
by
·
Published
· Updated
অভিযোগ
অভিযোগ জানাতে গিয়ে দেখি
তিনি বসে ফুলের জলসায়
সেখানে সাজানো ফুলহার,
তিনি মধ্যমণি
আজ তিনি প্রধান অতিথি
ফুলের জলসায় কোন জ্বালা নেই
সভাঘরে টু শব্দটি নেই
সব শ্রোতা শান্ত সমাহিত
মৃদু হেসে তিনি দাঁড়াবেন
ভাইসব,বলে ডেকে মেলাবেন শব্দছক
শব্দছকে কোন দুঃখ নেই, শোক নেই
মনস্তাপ নেই, সভাগৃহে শুধু হাততালি
মৃদু ছন্দে মাথা নাড়া কলের পুতুল
এখানে মানায় না কোন অভিযোগ,
অভিযোগ জলে ডুবে ছিল
অভিযোগ হাটে ও বাজারে
জীবনযাপনে বড়ো অভিযোগ
অভিযোগ জরাজীর্ণ
মাথার উপরে নেই ছাদ
উজ্জ্বল সভাগৃহে কোথায় রাখব অভিযোগ
তিনি যদি মৃদু হেসে হঠাৎ বলেন, কিখবর?
দেঁতো হেসে বলতেই হবে, সব ভালো