।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় কিশলয় গুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আমার মল্লিকা বনে-৫
পায়ের নীচে নেই কোন মুশকিল
শ্বাপদ থাকুক; ভিতর ঘরে খিল
দিবানাপন পরের দৃশ্য জানে
কোন সিংহাসনের আশ্রয়ে হে দিল
হাতের কাছে প্রশ্রয়ে এক তারা
আঙুল বোঝে কী রকম আশকারা
দাবানলের শান্ত আগুন ডাকে
কী আর করে ভদ্রলোক- বেচারা
চোখের উপর দৃশ্য মেঘের ভিতর
কার কারনে কে হবে বেশ ভীত
শিকার হবে স্বীকার মেনে নিলে
এবার তো থাম ভদ্রবেশী ইতর
বুকের মাঝে তুফান সারাক্ষণ
জানছি কাকে বলে দিবানাপন
নরম আগুন আমায় ভালোবাসে
মন্দবাসা ভোলায় দিবানাপন
আমার মল্লিকা বনে-৬
পাগলী, তোকে রাগলে দারুন মানায়
স্বাদ লেগে যায় আমার নুন আর ভাতে
তোর রাগটা আমায় প্রেমিক বানায়
বেজাত থেকে হঠাৎ উঠে যাই জাতে
পাগলী, শুধু দুই পা খোঁজে মাটি
এমনি বুকের কোটর ভরা ছাই
তোর কাছে কি আছে শীতলপাটি
চল তবে আজ কোয়ারিন্টিনে যাই
পাগলী, তোর হাতের উপর যাপন
তোর কাছেই ভিখারী হাত পাতি
এমনি আমার শরীর জুড়ে কাফন
মাথার কাছে হালকা তেলের বাতি
পাগলী রে তুই রাগলি নাকি শুনে
পাল ছেঁড়া এই ব্যর্থ মাঝির হাল
অসুখ রাখি নিষ্ঠুর হারপুনে
মল্লিকা বনে প্রেমিক ভাটিয়াল