T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন কল্যাণ গঙ্গোপাধ্যায়

চোখের রং
চোখের ভিতর লুকিয়ে থাকার উপায় খুঁজি,
কাঙাল বলেই আড়াল আমার সামনে যে নেই
জীবন দাঁড়ায় দরজা খুলে, বসতে বলেই
আসনখানি বিছিয়ে দেয়, কোথায় লুকোই?
কি কথা যে বলবো এখন! বলা উচিত?
এসব ভেবেই রঙের ঘোরে বুকের ভিতর
গোপন কথা সপ্তসুরের ছড় টেনে যায়,
রং ছড়িয়ে যাচ্ছে যে, তিন ভুবন জুড়ে
মাতাল হয়ে উথাল পাতাল বুকের ভিতর
মন পবনের নাওয়ের মাঝি কোথায় লুকোয়!
রং দিয়ে চাই আঁকতে ছবি, কুলোয় না যে
সাতটি রঙের মধ্যে আমায় কোনটি মানায়?