কবিতায় কৌশিকী ঘোষাল

ঘুরুক ঘড়ি উল্টো পথে
চল একবার নতুন করে শুরু করি
চল একবার উল্টোপথে ঘোরাই ঘড়ি।
চল দুজনে এক্কা দোক্কা আবার খেলি
খেলতে খেলতে পায়ের মাপে জমি ঘুরি।
চল দুজনে ছপছপিয়ে বৃষ্টি ভিজি
কাদা ছুঁড়ে দূরত্বটার মানে খুঁজি।
চল দুজনে কথা দিয়ে রাজ্য গড়ি
কথার ঠেলায় রাজা উজির সবই মারি।
চল দুজনে দৌড় লাগাই দমটা ধরে,
মাঝ পথেতে দম ফুরোলে
সবুজ ঘাসে গড়িয়ে নেবো।
দমটা যখন একটু সমে
লাফিয়ে উঠে আবার কষে
এ ওর আগে দৌড় লাগাই।
দিকশূন্যপুরের বুড়ি
এবারে ঠিক ছুঁয়েই দেব,
ফেরার পথে ইছামতীর
এক গন্ডুষ জল গিলবো,
তারপরেতে ছোট্টো পায়ে
বাড়ির পথে পা বাড়াবো।
দিচ্ছি কথা তিন সত্যি,
ঘুরলে ঘড়ি উল্টো পথে
বড়ো হবার বড়ো কথা
বলা এবার ছেড়েই দেবো।।