T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

যে ভাষা একটি দিনের
কথা যত বলতে গিয়ে মিছিলের প্রতিবাদে
একদিন ভাষার শহিদ ভেসেছে রক্তস্রোতে,
আজ সেই ভাষা দিবসে, কেবল এই একটি দিনে
নিজেদের সাজাতে গেলেই মনে হয় খুব হাস্যকর,
কত যে বাক্য ঝরে, কত শুনি গান কবিতা
যত শুনি ভাষণ তাতে ফানুসই নানান রঙের
সারাটি বছর জুড়ে বাজারের খিস্তি খেউর
নিজেদের আখের গোছায়, ভাষাতে কী এসে যায়!
ভাষার দগ্ধ শরীর রাজপথে লুকিয়ে কাঁদে
ভাষা নামে রসাতলে, তর্ক খুব জমে যায়
কে কবে রক্তস্নাত এই কথা মনে থাকে না
শহিদ হতেই হবে!এই ভুল কেউ কি করে?
সব কিছু গুলিয়ে দিয়ে ঝোল টেনে নিই
নিজের কোলে, কি যে ভাষার লড়াই
ভাষার শহিদটা কি? এসবের মানে হয় না
এ ভাষা একটি দিনের, বাকি দিন মনে পড়ে না!