কবিতায় কৌশিকী ঘোষাল

খোঁজ
তোর জন্য সাতসকালে মনখারাপি ঘুঘু চড়ে
একলা হাতে চায়ের কাপে মন খারাপি সুরটা ধরে
থাকতি যদি টেবল ঘিরে উল্টোদিকের চেয়ারটাতে
অনেক কথায় দিনের শুরু উঠতো জমে ঊষ্ণতাতে
তারপরেতে চলে যেতাম যে যার কাজে দুদিক পানে
সকাল টুকু ভরিয়ে দিত বাকি দিনের হিসাব মানে
বিকেল যখন সন্ধ্যা ঘরে
তখন আবার তোর জন্য এলোমেলো
ব্যাথা ওড়ে
হাঁটি শুধু নিয়ম মেনে তুই থাকলে সমন্তরাল
হয়তো হাঁটায় ছন্দ দিতিস
ভুলে যাওয়া সুগন্ধতে নতুন কিছু
গন্ধ দিতিস,সেই সুগন্ধ ছড়িয়ে যেত
অনু ঘিরে পরমাণু, চলার পথে ছড়িয়ে দিত
অন্যরকম বাঁচার মানে।।
তোকে খোঁজা একজীবনে
শেষ হবে না এ মন জানে
তোকে খোঁজার মধ্যে চলুক
জীবন খোঁজার অন্য মানে।।