কবিতায় কুলাঙ্গার

নারী জীবন
আলোর মত এই পথ দিয়ে
চলে যাবে
কান্নার কাছে
মানুষের কাছে দিয়েছি কথা
ভুলে যেতে পারি না
এই তো নারী জীবন
শেষ করে দিতে আসেনি
এসেছি রচিতে জীবনের লিপি ।
ছলনা জেগে থাকে
কত কথা সংসার মাঝে
চেনা মুখ গুলো ভেসেভেসে
অচেনা হয়ে যায় দূরে
ছায়ার মত
খেলা করে দুঃখ সুখ
সন্ধ্যা প্রদীপখানি
একাএকা আঁধারে জ্বলে;
বড় খেলা জীবনের খেলা
হারাতে যে চাই না ।