T3 নববর্ষ সংখ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

ক্লান্ত সময়
ঘড়িটা থেমে আছে ঠিক সকাল ছ”টায়
সময়ও কি ক্লান্ত হয়ে থেমে যায়?
ক্যালেন্ডারের পাতায় আটকে থাকা তারিখ,
বিলিয়ে গেল কিছু অসহনীয় নতুন খবর!
যে চিঠি লেখা হয়েছিল বহু আগে
তা ডাকবাক্সে কখনো ফেলা হয়নি,
বারান্দায় পড়ে থাকা ছেঁড়া জুতো জোড়া,
কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারল না!
এভাবেই একটা পর আরেকটি ট্রেন ছাড়ে,
যাত্রীরা ভুলে যায় তাদের কোথায় যেতে হবে!
আমি বইয়ের পাতা ওলটাতে গিয়ে দেখি,
শেষ অধ্যায়ের পরেও গল্পরা বেঁচে থাকে!
বিবর্ণ ঘড়ির কাঁটা আর কিছুতেই নড়ে না!
তবু সময় থেমে থাকে না কারও জন্য,
আমরা কি সত্যিই সামনে এগোই?
না পুরনো কাঁটার ছায়াতেই বিশ্রাম নিতে চাই!