T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

বাঁচা
কেমন আছি জানতে চাইলে
বলব, খুব ভালোই আছি
পাশ কাটিয়ে ছন্দ মেলাই
নিজের সাধ্য মতোই বাঁচি
থাকুক ওই দরদ মাখা
বেহুদা সব কথার মালা
মনে, দুঃখ মলম মাখা
ওতেই দেখি জুড়োয় জ্বালা
মাথা তুলে বাঁচতে যে চাই
তাই লড়ছি, নিজের জোরে
বুক পকেটে স্বপ্ন জমা
করব খরচ, নতুন ভোরে