T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় কিশলয় গুপ্ত

দীর্ঘ সাক্ষাৎকার
দীর্ঘ সাক্ষাৎকার শেষ হলে-
উপসংহারে সাদা কাগজ পেতে দেখি
অবলা রয়ে গেছে মানুষের গান!
এখনও ‘ভালোবাসি’ বলা হয়নি।
সুস্পষ্ট দাম্পত্য কলহ ভাঙিয়ে-
রান্নাবাটি খেলার সময় ভুলচুক করে
বাসনে কোসনে ধাক্কা লেগেছে,
শব্দ ছড়িয়ে গেছে ভিন্ন পাড়ায়।
তবুও প্রতি রাতে সমবায় নিয়মে
মশারীর দড়ি বেঁধেছি দু’জনে।
সরলীকরণ হয়েছে ফুল ছাপ দেয়া
তুলো ভরা বালিশের ভাগ।
কলহ ধরে আছে দীর্ঘ সাক্ষাৎকার
শুধু বলা হয়নি- ‘ভালোবাসি’…