T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ কল্যাণ গঙ্গোপাধ্যায়

সরস্বতী, তোমাকে
যত না দেবী তুমি, তার চেয়ে বন্ধু ভাবি বেশি
তাই আজ তোমাকেই সব কথা জানিয়ে রাখি,
ভুল মন্ত্র উচ্চারণে প্রতিদিন হাস্যকর করে যারা
তোমার মহিমা! দেখি তাদেরই নির্লজ্জ প্রকাশ
চটুল পশ্রয়ে চারিদিকে নিশ্চিন্তে খুলেছে হারেম?
যত বখাটে ছেলেরা, তুলে আনে মেঘনা, ফতেমা
দোপাটি ও আনোয়ারার নারীমাংস ছিঁড়ে খায়!
স্বামী ও সন্তানের বুকে রেখে রাইফেলের নল!
প্রতি রাতে নষ্ট ভালোবাসা, শুধু চাপা হাহাকার
শাস্তির যত গল্পকথা লোক ঠকানো সবই, দেখি
উলোট পুরাণ, যারা প্রতিদিন দরজায় নতজানু
তারা সকলেই চ্যালা হয়ে, সাজুগুজু মূক ও বধির
কল্পনায় ফানুস ওড়ায়! গানে, গল্পে, আহ্লাদে
অবিরাম লুটোপুটি খায়, হে হে হেসে ভাবে
কতটুকু ঝোল টেনে নিজের আখের গোছাবে
ভুলে থাকে জন্মস্থান, নিজেদের মায়ের ঠিকানা।