|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় কৃষ্ণা গুহ

স্মৃতির ছোঁয়ায়
সময়ের গভীরে এক প্রাণ চঞ্চল শৈশব !!
দিগন্ত ছোঁয়া মাঠ,
মৃদু শীতল বায়ু পাহাড়ি রাস্তায়।
খানিক নিস্তব্দতা জমা মেঘ,
মায়ের কপালে জ্বলেওঠা লালটিপ ,প্রদীপের শিখা
ম্লান সেখানে।
আদ্যন্ত শরীর জুড়ে ঘুমন্ত চাঁদের স্পর্শ
আর গভীরে
বিন্দু বিন্দু জলকনার
তীব্র জলোচ্ছাস!!
পিছিয়ে পড়া শৈশব
গভীর স্বপ্নে, সংগোপনে
ঘুম ভাঙানিয়া গানে,
জেগে ওঠা।