কবিতায় কৌস্তুভ দে সরকার

খেদ
প্রতিটি রাত্রির জলে বালি জমে আছে
মোটা মোটা বালির অক্ষরে দুঃখ জমে আছে
একেকটা অর্বাচীন দুঃখ জলস্তম্ভ ভেঙ্গে ফেলতে চায়
মাটির গভীরে মুখ রেখে প্রত্ন জীবেরা চেঁচায়
তাহলে রাত্রির ভেতরে কিভাবে সৃজনের রত্নরাশি
তুমুল বৃক্ষের মত ঝড় তুলে দেহকে নাড়াবে ?
বিবর্ণ হতে আর ভালোই লাগে না ।