দিব্যি কাব্যিতে কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আমাদের দেখা হবে মহামারী শেষে
‘আমাদের দেখা হবে মহামারী শেষে ‘,
ততদিনে ছিঁড়ে গেছে মুখোশের জাল।
এক ঝাঁক প্রজাপতি রূপকথা থেকে,
বৃন্তে ফোটাবে এসে নবীন সকাল।
তারপর ফিরে যাব শস্যের মাসে,
মাটির দেওয়াল আর নিকানো উঠোন।
শৈশব খুঁড়ে মা ই রেঁধে দেবে ভাত,
অন্নকূটেতে বসি আমরা দু ‘জন।
একদিন দেখা হবে মিছিলে মিছিলে,
চটের ফেঁসোতে ঢাকা কোন প্রিয় মুখ।
তার হাতে তুলে দেব লবন শরীর,
ভালোবাসা সে যুগেও গভীর অসুখ।
আমাদের দেখা হবে পিলু -খাম্বাজে,
দরবারি চাঁদ ওঠে ধ্বংসের দেশে।
রঙিন উল্কি এঁকে পাঁজরে পাঁজরে,
আমরাই ফিরে আসি মহামারী শেষে।