T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে কার্তিক ঢক্

রাস্তার রং

দু-হাতের তালুতে চাঁদ দেখতে চেয়েছি যার-
দু-চোখে ভোরের সূর্য-কিরণ
-তার ঠোঁটে অন্ধকার হাওয়া বয়…
কতো জল হেঁটে যায় বুকের হাইড্রেনে-
ক্ষতের দু-পাশে মশা-মাছির বক্ বকম্ নিয়ে
ওদের ডানার বিস্তারের গান পিটুইটারির রং বদলে দ্যায়…
ভুলে থাকার অনেক রাস্তা-
অলি-গলি গিয়ে মিশেছে রাজপথে।
অন্ধকার তাই সিঁদ কাটতে পারে না
আমার বাঙ্কারের চারদেওয়ালে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।