T3 শেষের কবিতায় কমলিকা দত্ত

বিপন্ন হোক্ তবে…
আধুনিক,পরিশীলিত,মর্জিমাফিক
বিপন্নতায়—-
কোথাও কি ঘর ভেঙে তলিয়েছে সাত বাঁও জলে?
কাঁথা কম্বলটুকু সম্বল করে
দাঁড়িয়ে রয়েছে কেউ নারায়ণ বিগ্রহ হাতে?
ছাদহীন স্বান্ত্বনা আবারো কি খুঁজে ফেরে বেওয়ারিশ জমি?…
নড়বড়ে ভীত দেবে বলে,
ঠাঁইহীন করে গেছে ক্ষুধার্ত ঝড়…
বিধৌত যৎকিঞ্চিত ছিলো নুড়ি,বালি
ঐদিকে উইক এন্ড বড় বেরঙিন
হয়ত বা ডিনারটা রেস্তোরাঁহীন
ইলিশটা জোগায়নি যুতসই স্বাদ আর গন্ধ
দুই ইঞ্চির ধ্বসে পাঁচিলের অবয়বও ভগ্ন —
চাহিদারা কতদূর বিস্তৃত হবে জানা নেই…
তবে ক্ষয়ক্ষতি এতদূর হলে,
বিপন্ন হোক্— ঝুটা না পাওয়ার মেকি তালিকারা
বিপন্ন হোক্ কেতাধারী বিলাসের পরিসংখ্যান…
তরল আধুনিকতা —– আত্মমগ্ন বড়,
অবগত নয়
ধ্বংসের সূচী হাতে
হাহাকার করা কত জনপদ মানচিত্র জুড়ে …
মোমবাতি!— কার কাছে কোন্ আঙ্গিকে
জ্বলে ওঠে —
সেখানেই যত অনুভব পুড়ে নিঃশেষ হয়।
বাকী রেশটুকু মাখে
নিয়নের আলো
রাজপথ জুড়ে অনাবিল ফ্যান্টাসি!
অনুভূতি ব্যাতিরেকে আধুনিক হয়ে ওঠা,
এর চেয়ে ঝলমলে কাঙাল যে খুঁজে পাওয়া ভার!!