হৈচৈ কবিতায় কাজল দত্ত

বদ্যি বুড়ি
ময়না গুড়ির বদ্যি বুড়ি,
বয়সটা তার মাত্র কুড়ি,
তোপড়া গালে ঢেকুর তুলে
ভাবছে এবার বাঁধবে জুড়ি।
খুঁজছে বুড়ি আশি বছরের
এক তরুণ তাজা বর,
সন্ধান তার পেলেই বুড়ি
বাঁধবে মনের সুখে ঘর।
খুঁজে খুঁজে অবশেষে
লন্ডনের বস্টনেতে উড়ে এসে
খোঁজ পেল আশি বছরের
এক তরুণ তাজা জওয়ান,
বিয়ের তরে ডাকলো বুড়ি
এক মস্ত উকিল দেওয়ান।
দেখেই তাকে বদ্যি বুড়ি
ভাবলো এবার বাঁধবে জুড়ি।
এই জওয়ান ছেলেকে পেলে।
ছেলেটিকে আনলো বুড়ি তুলে ।
বদ্যি বুড়ি উড়ে এসে
ভালোবেসে লন্ডনেতে বাঁধলো ঘর,
বদ্যি বুড়ি ভালোই আছে
পেয়ে এমন বর।
তোমরা সবাই দেখতে পার
লন্ডনের বস্টন শহরে গিয়ে,
ঠিকানা তাদের পাবে তোমরা
বদ্যি বুড়ির ওয়েবসাইটে গিয়ে।