T3 নববর্ষ সংখ্যায় কাজল দত্ত

অসময়
রৌদ্রজ্জ্বল দিনগুলো চিত হয়ে থাকা অবয়বের উপর দিয়ে ভেসে যায়।
ব্যথা যন্ত্রণারা আজ বিছানার নিত্য সঙ্গী।
বসন্ত সব রং নিয়ে ফিরে গেছে অনেকদিন হলো!
চোখ মেললেই কড়িবর্গারা কথা বলে।
কূহুকেরা এখন আর ডাকে না, বসন্ত চলে গেছে বলে।
পিছনের স্ববাক চালচিত্রটা আজ কপোল বেয়ে নিঃসৃত হয় বিরামহীন ধারায়।
এখন চৈত্র মাস!